শিরোনাম
Home / জাতীয় / সংকটাপন্ন অবস্থায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

সংকটাপন্ন অবস্থায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

[ A+ ] /[ A- ]

সংকটাপন্ন অবস্থায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

বি.চিত্র ডেস্ক-
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে।

ডেপুটি  অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক মঙ্গলবার রাতে জানান, অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি আইসিইউতে আছেন। উনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

একইরকম তথ্য দিয়েছে অ্যাটর্নি জেনারেলের পারিবারিক সূত্র জানিয়েছেন, মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেলের ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। গত ২১ সেপ্টেম্বর সকাল থেকে ফুসফুস ঠিকমতো কাজ করছে না।

এর আগের দিন (২০ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, ‘নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে’।

গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তার করোনভাইরাস শনাক্ত হয়।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে গত ৪ সেপ্টেম্বর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে১৮ সেপ্টেম্বর হঠাৎ তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শুক্রবার ভোরেই ফের তাকে আইসিইউতে নেয়া হয়।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*