শিরোনাম
Home / লিড নিউজ / শ্রীনগরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ১ ও সাধারণ সদস্য পদে ৯ জনের মনোনয়নপত্র বাতিল

শ্রীনগরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ১ ও সাধারণ সদস্য পদে ৯ জনের মনোনয়নপত্র বাতিল

[ A+ ] /[ A- ]

আরিফ হোসেনঃ শ্রীনগরে ১৪টি ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই হয়েছে। চেয়ারম্যান পদে জমা হওয়া ৬১ জনের মনোনয়নপত্রের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সংরক্ষিত নারী সদস্য পদে ১২৬ জনের মধ্যে ১ জন ও সাধারণ সদস্য পদে ৪৩৯ জনের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেয়ারম্যান পদে রাঢ়িখাল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোকাজ্জল হোসেন খান, ইসলামী আন্দোলন এর প্রার্থী মোঃ মামুন মিয়া ও বীরতারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু’র প্রার্থীতা বাতিল হয়েছে।
সংরক্ষিত নারী পদে শ্যামসিদ্ধি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রার্থী সহর বানু’র প্রার্থীতা বাতিল হয়েছে।
সাধারণ সদস্য পদে রাঢ়িখাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রার্থী মোঃ সোবেল, ৪ নং ওয়ার্ডের মোঃ পলাশ খান, কোলাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ মাহবুব মিয়া, কুকুটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম মিয়া, শ্যামসিদ্ধি ২ নং ওয়ার্ডের মোঃ মামুন, আটপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আকবর খান,ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাজ্জাদ হোসেন, পাটাভোগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাসুম বিল্লাহ সুজন ও তন্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সামসুল আলমের মনোনয়ন বাতিল হয়েছে।

নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৩ অক্টোবর পর্যন্ত। আপিল নিস্পত্তি হবে ২৪-২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 

 

Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*