শিরোনাম
Home / জেলার খবর / মুন্সীগঞ্জে ভেঙ্গে পরা বেইলি ব্রীজ নির্মাণে ধীর গতিতে ভোগান্তি

মুন্সীগঞ্জে ভেঙ্গে পরা বেইলি ব্রীজ নির্মাণে ধীর গতিতে ভোগান্তি

[ A+ ] /[ A- ]

মুন্সীগঞ্জে ভেঙ্গে পরা বৈইলি ব্রীজ নির্মাণে ধীর গতিতে ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি-মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ঘৌলতলী বাজার সংলগ্ন বৈইলি ব্রীজ পুনঃনির্মাণে চলছে ধীরগতি। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে যাতায়াতকারীরা।

ব্রিজটি গত ১৮ মার্চ মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পরে যায়। তারপর ১৬ দিন পেরিয়ে গেলেও এখনো কাজ শেষে হয়নি। কতৃপক্ষ বলছেন  আরো এক সপ্তাহ  সময় লাগবে জনসাধারণের চলাচল উপযোগি করার জন‍্য।

সরজমিনে রবিবার গিয়ে দেখা যায়, বৈইলি ব্রীজটির ভেঙ্গে পরা অংশ না তুলে নতুন করে ব্রীজ দাঁড় করানো হয়েছে। ভেঙ্গে পরা অংশ নিচে রেখেই মোরামত কাজ চলছে। এমনকি গাছের গুড়িসহ ভেঙে পড়া মালবাহী ট্রাকটিও এখনো তোলা হয়নি। পুরাতন লৌহার পাটাতন দিয়ে কাজ চলছে।

ব্রীজের নির্মাণ কাজের মিস্ত্রি মো.মোজাম্মেল হক বলেন,  যদি কতৃপক্ষ মনে করে ছোট যানবাহন চলাচল করবো তাহলে আজ বিকেলে  যানবাহন চলাচল করতে পারবো। তবে বড়-ভারী যানবাহন চলাচলে অ আরো প্রায় ছয় দিন সময় লাগবে। ঝালাই কাজ সহ নাট -বৈলটের  অনেক কাজ রয়ে গেছে।

বেইলি ব্রীজের কাজে নিয়োজিত  সুপার ভাইজার মো.সিরাজুল হক বলেন, দুই এক দিনের মধ্যে ব্রীজ দিয়ে সব রকম গাড়ি চলাচল করতে পারবে।তবে আমাদের কতৃপক্ষ কি করে আমার জানা নাই। তিনি আরো বলেন গত মার্চ মাসে একুশ তারিখে আমরা কাজ শুরু করি। আমারা ২৫( পঁচিশ ) জন শ্রমিক কাজ করছি। মাঝে তিন দিন ব্রীজের মালামাল আনতে কিশোরগঞ্জ গিয়েছিলাম।তাই কাজ বন্ধ ছিল।

মুন্সীগঞ্জ জেলা সড়ক ও জনপথ উপ -বিভাগের প্রকৌশলী ফাইম রহমান বলেন, আমাদের আরো সপ্তাহখানিক সময় লাগবে গাড়ী চলাচলের জন‍্য।অনেক কাজই বাকী আছে। সাধারণ মানুষের গাড়ি চলাচলের আগে ভালোভাবে পরিক্ষা -নিরিক্ষা করতে চাই। যাতে সাধারণ মানুষের কোন প্রকার ক্ষতি না হয়। তিনি আরো বলেন,আমি নিজে গাড়ি নিয়ে প্রথমে ব্রীজে চলতে চাই।যাতে কোন প্রকার ক্ষতি হলে আমার হোক সাধারণ জনগণের না হয়। আসা করি এ সপ্তাহে বেইলি ব্রীজ চালু হবে।

Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*