শিরোনাম
Home / টঙ্গীবাড়ী উপজেলা / টঙ্গীবাড়ী উপজেলা নির্বাচনে আপিলেও বাতিল আরিফ হালদারের প্রার্থিতা ফিরে পেলেন রাহাত খান রুবেল

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাচনে আপিলেও বাতিল আরিফ হালদারের প্রার্থিতা ফিরে পেলেন রাহাত খান রুবেল

[ A+ ] /[ A- ]

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাচনে আপিলেও বাতিল আরিফ হালদারের প্রার্থিতা ফিরে পেলেন রাহাত খান রুবেল

নিজস্ব প্রতিনিধি – আপিলেও প্রার্থিতা ফিরে পাননি টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম হালাদার। তবে একই পদে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের অপর চেয়ারম্যান প্রার্থী রাহাত খান রুবেল।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সূত্রে জানাগেছে , আরিফুল ইসলাম হাওলাদার এর বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। সে ওই সমস্ত মামলার মধ্যে অনেক মামলার বিষয়ে তথ্য গোপন করায় আপিলেও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে যাচাই-বাছাই শেষে বিভিন্ন তথ্য গোপনের অভিযোগে চেয়ারম্যান পদে দুই প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে দূই  প্রার্থী মোট চার প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।  ভাইস চেয়ারম্যান পদে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন রেজাউর রহমান ডিউক মাঝি এবং নূর মোহাম্মদ শেখ।

 

ওই চার প্রার্থী আপিল করে তিন প্রার্থী প্রার্থীতা ফিরে পেলেও আরিফুল ইসলাম হাওলাদার অনেকগুলো মামলার বিষয়ে তথ্য গোপন করায় আপিলেও তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

জানাগেছে ,আরিফুল ইসলাম হাওলাদার খুনসহ মোট পাঁচটি মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন। তথ্য গোপন করা মামলাগুলো ছাড়াও তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে, মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল আলম বলেন, টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে তথ্য গোপন করায় মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছিলো। এর মধ্যে ওই প্রার্থীরা আপিল করার পরে সাতজনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। আরিফুল ইসলাম হালদার নামে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অনেকগুলো মামলার বিষয়ে তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র আপিলেও অবৈধ ঘোষণা করা হয়েছে।

এ বছর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছিলেন। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান কাজী আবদুল ওয়াহিদ, প্রয়াত উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতুর ছেলে সদ্য দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করা আরিফুল ইসলাম হালদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের পুত্র গোলাম রাব্বানী শান্ত, সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, মাহবুর রহমান এবং কামারখাড়া ইউপির সাবেক সদস্য সাদেকুর রহমান দপ্তরী।

এদের মধ্যে দুই জনের আরিফুল ইসলাম হালদার ও রাহাত খান রুবেলের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হলেও আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাহাত খান রুবেল।

অন্যদিকে টঙ্গীবাড়িতে ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান নাহিদ খান, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ শেখ। এদের মধ্যে রেজাউর রহমান ডিউক ও নূর মোহাম্মদ শেখের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হলেও তারা আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন।

 

এ বছর টঙ্গীবাড়ী উপজেলা হতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাখিলকৃত ৪প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, তার কন্যা ফারজানা হোসেন লিজা ও সাবেক জেলা পরিষদ সদস্য আকলিমা আক্তার।

 

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলায় সকল প্রার্থীদের আপিল  আজ ২৮ শে এপ্রিল আপিল নিষ্পত্তি করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে এবং ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।

Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*