শিরোনাম
Home / ঐতিহ্যের বিক্রমপুর / শ্যামসিদ্ধি গ্রামের জমিদার বাড়ির ছেলেটি

শ্যামসিদ্ধি গ্রামের জমিদার বাড়ির ছেলেটি

[ A+ ] /[ A- ]

বিক্রমপুরের শ্যামসিদ্ধি গ্রামের জমিদার বাড়ীর সন্তান শ্রী সরোজ মিত্র। তিনি ১৮৯১ (১২৯৮ বঙ্গাব্দ) সালে জন্মগ্রহণ করেন। সরোজ মিত্র ১৯১২ সালে ঢাকা কলেজ থেকে ইতিহাসে অনার্সসহ বি-এ পাশ করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে এম্-এ, এবং ইউনিভার্সিটিতে ‘ল’ পড়েন। তিনি এম্-এ, ডিগ্রী সমাপ্ত করার পূর্বেই প্রিলিমিনারী “ল’ পাশ করে ১৯১৩ সালে তিনি ইংল্যান্ড গমন করেন। সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইমামুয়েল কলেজে ভর্তি হয়ে তিন বংসরে বিশেষ কৃতিত্বের সাথে ইতিহাস, ইকোনমিক্স ও আইন বিষয়ে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হন । তিন বৎসরে এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেক পরিশ্রম সাধ্য কাজ ছিলো। লণ্ডনে গ্রেজইন্‌ থেকে তিনি ব্যারিষ্টার হয়ে ১৯১৭ সালে ভারতে প্রত্যাগমন করেন। কলকাতা হাইকোর্টে ব্যারিষ্টার হয়ে এবং সঙ্গে সিটি-কলেজে ইকোনমিক্স এর অধ্যাপক এবং ইউনিভারসিটি ‘ল’ কলেজে অধ্যাপক নিযুক্ত হন । অসুস্থ থাকার কারনে তিনি কলকাতা ছেড়ে যেতে বাধ্য হন। পরবর্তিতে তিনি যুক্ত-প্রদেশে বেরিলি কলেজে অস্থায়ী প্রিন্সিপালের পদে নিয়োগ নেন। সেখানে তিনি কিছুকাল পরে সেখানে তিনি সহকারী প্রিন্সিপ্যাল এবং ইকোনমিক্স এর অধ্যাপক হয়ে কর্ম করতে থাকেন। মৃত্যুর পূৰ্ব্বে তিনি আরও একবার ৬ মাসের জন্য প্রিন্সিপ্যাল হয়েছিলেন । তিনি এলাহাবাদে বিশ্ববিদ্যালয়ের সিনেটের এসোসিয়েটেড, কলেজ বোর্ডের এবং পাঠ্যপুস্তক নিৰ্ব্বাচন-কমিটির সদস্য ছিলেন। ইকোনমিক্স এবং আইন বিষয়ে তার যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। তিনি ৬ই জুন মাত্র ৩৩ বৎসর বয়সে টাইফয়েড এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ১৩৩১ বঙ্গাব্দে বৈশাখ- আশ্বিন সংখ্যায় তার মৃত্যু সংবাদ ততৎকালীন বিখ্যাত প্রবাসী পত্রিকায় ছবিসহ ফলাও করে ছাপা হয়েছিলো ।
লেখক: শেখ রাসেল ফখরুদ্দীন

Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*