শিরোনাম
Home / লিড নিউজ / শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে দাফন হয়েছে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধের লাশ

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে দাফন হয়েছে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধের লাশ

[ A+ ] /[ A- ]

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের উদ্যোগে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ লোকমান হাওলাদারের (৬৫) দাফন হয়েছে। শনিবার সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব প্রাপ্ত টিম তাকে সেলামতি বাগবাড়ি কবরস্থানে দাফন করে। শ্যামসিদ্ধি মাঠ সংলগ্ন সফি হাওলাদারের ছেলে লোকমান হাওলাদার শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে করোনার উপসর্গ নিয়ে মারা যায়। স্থানীয়রা লাশ দাফনের জন্য রাত পৌনে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান। উপজেলা নির্বাহী অফিসার ইসলামিক ফাউন্ডেশনের টিমকে লাশটি দাফনের নির্দেশ দেন। কিন্তু তাদের কাছে পিপিই না থাকায় ও রাত হয়ে যাওয়ায় তারা তাৎক্ষনিক ভাবে লাশটি দাফন করতে পারেননি। সকালে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে পিপিই প্রদান করেন। শ্রীনগর উপজেলা ইসলামিক ফাউেেন্ডশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মাওলানা শাহাদাৎ হোসেনের নেতৃত্বে টিমের সদস্যরা লোকমান হাওলাদারের লাশটি ধর্মীয় বিধি নিষেধ মেনে দাফন করে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ দাফনে অমানবিক আচরণ করা যাবেনা। ধর্মীয় রীতি মেনে সতর্কতার সাথে লাশ দাফন করতে হবে। এই ব্যাপারে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদ,মন্দির,কবরস্থান ও শশ্মান পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ দায়িত্ব প্রাপ্তদের এগিয়ে আসার আহবান জানান।

Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*